চাঁদপুরের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

0
চাঁদপুরের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২টি পৌরসভা ও ৩টি ইউনিয়নে বিতরণ লাইনের উন্নয়ন ও সংস্কারকাজের কারণে আজ বুধবার (১৯ নভেম্বর) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১৭ নভেম্বর) চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, মতলব দক্ষিণ জোনাল অফিসের ডিজিএম মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলার নাগদা উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার সংস্কার, ৩৩ কেভি বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ, বৈদ্যুতিক লাইন উন্নয়ন এবং গাছপালার ডালপালা ছাঁটাইয়ের কাজের কারণে বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না—

মতলব পৌরসভা, নারায়ণপুর পৌরসভা, খাদেরগাঁও ইউনিয়ন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন

অর্থাৎ ২টি পৌরসভা ও ৩টি ইউনিয়নের সব গ্রাম ও মহল্লায় সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মতলব দক্ষিণ জোনাল অফিস) কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। 

একইসঙ্গে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here