চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি-এসআই প্রত্যাহার

0

সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন ও এসআই মো. আবু হানিফকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শাহজালাল স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

এই চিঠির অনুলিপি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, মতলব উত্তর থানার ওসিসহ দু’জনকে প্রত্যাহার সংক্রান্ত কোনো চিঠি আমরা এখন পর্যন্ত হাতে পাইনি। আমি নিজে অন্য একটি কাজে অফিসের বাইরে আছি।

এদিকে, চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন প্রথম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here