চাঁদপুরে প্রথম ধাপে ৮ মে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে চরাঞ্চলে ৩টি ভোট কেন্দ্র রয়েছে। এসব ভোট কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে নদী পথে মহড়া শুরু করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর উপকূলীয় কেন্দ্রসমূহে বাংলাদেশ কোস্টগার্ডের ২টি জাহাজ ও ৩টি উচ্চ গতিসম্পন্ন টহল বোটের মাধ্যমে সার্বক্ষণিক টহল দেওয়া হয়।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তকিউল এহসান বলেন, উপজেলা নির্বাচনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর কোস্টগার্ডের মতলব উত্তর উপজেলার দায়িত্বে নিয়োজিত রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য কোস্টগার্ডের এই কার্যক্রম নির্বাচন পূর্ব এবং পরবর্তীকালীন সময় পর্যন্ত অব্যাহত থাকবে। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রে ২ লাখ ৭৭ হাজার ৮২৫ জন ভোটার এবং মতলব দক্ষিণে ৫৮টি ভোট কেন্দ্রে ১ লাখ ৫৭ হাজার ২৬ জন ভোটার। বুধবার উপজেলা নির্বাচনে এ দুই উপজেলায় প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ হবে।
দুই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে।