চলে গেলেন হলিউডের বিখ্যাত অভিনেতা টম উইলকিনসন। শনিবার নিজ বাড়িতেই মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
‘দ্য ফুল মন্টি’, ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘মিচেল ক্লেটনের মতো বিখ্যাত ছবির এই অভিনেতার আকস্মিক মৃত্যু নিয়ে তেমন বিস্তারিত কিছু জানা যায়নি। তবে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তারই এজেন্ট।