চলন্ত নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত

0
চলন্ত নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত

শরীয়তপুরে সদর উপজেলার শরীয়তপুর পার্কের বৈদ্যুতিক নাগরদোলার একটি খাঁচা ভেঙে পড়ে তিন শিশু-কিশোর আহত হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার বিকেল ৪টার দিকে শহরের প্রাণকেন্দ্র শিল্পকলা মাঠসংলগ্ন শরীয়তপুর পার্কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো, ভেদরগঞ্জ উপজেলার পাপরাইল গ্রামের আলী আজম সরদারের ছেলে আব্দুর রহমান সরদার (১৩), একই উপজেলার শফিক পালোয়ানের ছেলে সিজান পালোয়ান (১২) ও ডামুড্ডা উপজেলার বাবুল হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার (১৫)।

তাদের মধ্যে আব্দুর রহমান ও সিজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শরীয়তপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর মিরাজ হাওলাদারকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের পরিবার জানায়, শুক্রবার বিকেলে তিন শিশু শরীয়তপুর পার্কের ইলেকট্রিক নাগরদোলায় ওঠে। হঠাৎ চলন্ত অবস্থায় একটি বক্স ভেঙে নিচে পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা পার্কের দেয়াল টপকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা লিমিয়া সাদিনা বলেন, পার্কের নাগরদোলা খুলে পড়ে গিয়ে তিন শিশুকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে দুজনের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, আমরা আহত শিশুদের জেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠিয়েছি। কী কারণে ঘটনাটি ঘটেছে… এটি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য বিষয় তা খতিয়ে দেখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here