ইরানের একটি প্রতিনিধি দল শুক্রবারের মধ্যে সৌদি আরব সফর করবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আল আরাবিয়ার খবর অনুসারে, ইরানের এই প্রতিনিধি দল রিয়াদ সফরের পর দুই দেশের কূটনৈতিক মিশন খুলবে।
গত শনিবার সৌদি আরবের একটি প্রতিনিধি দল ইরান সফর করে। তার আগে উপসাগরীয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চীনে ঐতিহাসিক সফরে মিলিত হন।
২০১৬ সাল থেকে তেহরান ও রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বন্ধ রয়েছে। ওই বছর সৌদি আরব ১ দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে, যাদের বেশির ভাগ ছিলেন শিয়া মুসলিম। শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী এক ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালান বিক্ষোভকারীরা। ওই ঘটনার জেরে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্কে ইতি টানে।
গত ১০ মার্চ দীর্ঘদিনের বৈরী সম্পর্ক জোড়া লাগাতে রাজি হয় সৌদি আরব ও ইরান। চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের কর্মকর্তাদের বৈঠক শেষে এ বিষয়ে একমত হন তারা।