বিনোদনচলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এপ্রিলেBy AmarNews.com.bd - February 7, 20240FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১৯ এপ্রিল এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য সামছুল আলম। শিগগিরই প্যানেল ঘোষণা হবে বলে জানা গেছে।