চলচ্চিত্র পরিবারের লোকজনও ছেলেদের অগ্রাধিকার দিয়ে থাকেন: কঙ্গনা

0
চলচ্চিত্র পরিবারের লোকজনও ছেলেদের অগ্রাধিকার দিয়ে থাকেন: কঙ্গনা

আবারও ‘বিতর্কের’ জন্ম দিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। এবার লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বলে সমালোচনায় জড়ালেন নিজেকে। 

কঙ্গনার কথায়, ভারতের অনেক শিক্ষিত এবং আপাতদৃষ্টিতে আধুনিক মানসিকতার মানুষ এবং চলচ্চিত্র পরিবারের সঙ্গে যুক্ত লোকজনও গোপনে মেয়েদের তুলনায় ছেলেদের অগ্রাধিকার দিয়ে থাকেন। কঙ্গনার এই মন্তব্য ঘিরে চলছে আলোচনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, এশিয়ার সমস্ত পরিবারের সঙ্গে আপনারা কথা বলে দেখতে পারেন। সব ধরনের মানুষের মধ্যেই সন্তানের লিঙ্গ নিয়ে নানা বক্তব্য রয়েছে। যদি কারও একটি মেয়ে থাকে এবং তারপরে দ্বিতীয়বার মেয়ে হয়, তখন বিষয়টা আরও ভালো করে বোঝা যায়। তারা দেখাতে চান, তাদের চোখে ছেলে ও মেয়ে দুজনই সমান। কিন্তু আমি বলছি, কন্যা হওয়ার পরে সবার মধ্যেই এই বিষয়টা নিয়ে চিন্তা হয়। অনেক অভিনেতা-অভিনেত্রীর পরিবারেও একই ছবি দেখা যায়।

বড় পরিবারের ক্ষেত্রে এই প্রবণতা অনেক বেশি বলে মত কঙ্গনার। প্রথম মেয়ের জন্মের পরে বৈষম্য স্পষ্ট না-ও হতে পারে, তবে দ্বিতীয় মেয়ের জন্মের পরে অনেক জায়গায় এই মানসিকতা স্পষ্ট হয়ে ওঠে। 

সামাজিকমাধ্যমে অনেকেই কঙ্গনার সঙ্গে একমত। অনেকেই আবার তার মন্তব্যের বিরোধিতা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here