বলিউডের মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান এবার প্রায় বছর দেড়েকের বিরতির পর বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। শোনা যাচ্ছে, জানুয়ারিতেই চর্চিত প্রেমিকা ফাতিমা সানা শেখকে নিয়ে শুটিং সেটে ফিরবেন তিনি।
দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আমির খানের আগামী প্রযোজনার জন্য ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী ফাতিমা সানা। তবে কমেডি ড্রামা ঘরানার সিনেমার নাম এখনও নিশ্চিত হয়নি।
নতুন সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন অদ্বৈত চন্দন যা আমির ও ফাতিমা দু’জনেরই খুব পছন্দ হয়েছে। পরিচালক নিত্যা মেহরার ওয়েব সিরিজের কাজ সেরেই নতুন সিনেমার কাজ শুরু করবেন ফাতিমা।
সম্প্রতি মুক্তি পেয়েছে ফাতিমা সানা ‘ধক ধক’ সিনেমা। আসছে ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে ‘স্যাম বাহাদুর’ সিনেমাতেও দেখা যাবে তাকে। এরপর ২০২৪ সালের মার্চে আসছে অনুরাগ বসুর পরিচালনায় ফাতিমা অভিনীত ‘মেট্রো ইন দিনো’।