চরম আবহাওয়ার প্রভাবে চার দশকে ইউরোপে প্রায় দুই লাখ মানুষ মারা গেছে। এ সময় অর্থনৈতিক ক্ষতি হয়েছে ৫৬ হাজার কোটি ইউরোরও বেশি।
বুধবার ইউরোপীয় পরিবেশ সংস্থা (ইইএ) এ তথ্য জানিয়েছে।
সর্বশেষ তথ্যানুসারে, তাপপ্রবাহের কারণে এদের ৮১ শতাংশের মৃত্যু হয়েছে। ১৫ শতাংশ আর্থিক ক্ষতির কারণও একই।
ক্ষয়ক্ষতির মধ্যে ৩০ শতাংশ বীমাকৃত বলে জানানো হয় প্রতিবেদনে। যার পরিমাণ মোট ক্ষতি ৫৬ হাজার কোটি ইউরোর তুলনায় মাত্র ১৭ হাজার কোটি ইউরো।
এদিকে ২০২২ সালের গ্রীষ্মে বারবার তাপপ্রবাহের কারণে ইউরোপে স্বাভাবিকের চেয়ে বেশি মৃত্যু দেখা গেছে। ওই সব তথ্য বুধবার প্রকাশিত হিসাবে অন্তর্ভুক্ত নয়।
ইইএ বলেছে, ২০১৬-২০১৯ সালের মাসপ্রতি গড় তুলনায় ২০২২ সালের জুলাই মাসে ৫৩ হাজার বেশি মৃত্যু হয়েছে, যা ১৬ শতাংশ বেশি।
অবশ্য সব মৃত্যুর জন্য অতিরিক্ত তাপ দায়ী নয়। তবে জুন-আগস্ট মাসে তাপজনিত কারণে স্পেনে চার হাজার ৬০০ জনের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে।
মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তন ২০২২ সালে খরার ঝুঁকি পাঁচ বা ছয়গুণ বাড়িয়েছে, সাম্প্রতিক বছরের তুলনায় দাবানল দ্বিগুণ বেশি অঞ্চলকে ধ্বংস করে। এ সব তথ্য দিয়ে ইইএ বলছে, খরার জন্য আমাদের আরো মূল্য দিতে হতে পারে। সূত্র: ফ্রান্স২৪