বগুড়ার শেরপুরে বিএনপির রাজনীতি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন প্রভাবশালী দুই নেতা। তারা হলেন শেরপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার কুসুম্বী ইউনিয়নে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম পান্না ও পৌর বিএনপির সহ-সভাপতি ও স্থানীয় বিএনপির সাবেক এমপি আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল আজিজ।
গত রবিবার রাত এগারোটায় উপজেলার মহিপুর বাজার খেলার মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের হাতে হাত রেখে দলটিতে যোগ দেন তারা। এসময় দলের সিনিয়র নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ, শেরপুর উপজেলা শাখার সভাপতি মোকাল্লেম হোসাইন ওসমানী, সহ-সভাপতি ইমরান কামাল, সেক্রেটারি মাহমুদুর রহমান চুন্নু প্রমুখ উপস্থিত ছিলেন।
আর আব্দুল আজিজ বগুড়া-৫ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজের ব্যক্তিগত সহকারী (এপিএস) ছিলেন। তিনি দুই যুগের বেশি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের শেরপুর উপজেলা শাখার সেক্রেটারি মাহমুদুর রহমান চুন্নু বলেন, ওই দুই প্রভাবশালী রাজনীতিক তাদের দলে যোগদানের পর অনুষ্ঠানের প্রধান অতিথি তাদের হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দেন। এর আগে, ওই দু’জন তাদের প্রাথমিক দলীয় সদস্য ভর্তি ফরমে সই করেন।