এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না- প্রধানমন্ত্রীর এ নির্দেশনাকে প্রতিপাদ্য করে কাজ করে যাচ্ছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তর। যার প্রভাব পড়েছে কৃষকের মাঝে। বিশেষ করে লাভজনক ফসল ভুট্টা আবাদে আগ্রহী হচ্ছে তারা। এর ফলে চরভদ্রাসনে ভুট্টার আবাদ বেড়েছে ৫২৫ হেক্টর জমিতে।
গত ২০২২-২৩ অর্থবছরে উপজেলায় মোট ভুট্টার মোট আবাদ হয়েছিল ১৪১০ হেক্টর। ২০২৩-২৪ অর্থবছর অর্থাৎ এ বছর উপজেলায় ভুট্টার আবাদ বেড়ে হয়েছে ১৯৩৫ হেক্টর জমি। এর মধ্যে চর হরিরামপুরে রয়েছে ১১২৫ হেক্টর জমি।
এসময় বিভিন্ন কৃষকের সাথে কথা বলে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদ ও কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন বিভিন্ন সময় এ চরে এসে উঠান বৈঠক ও কৃষক সমাবেশ এর মাধমে অনাবাদী জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে তাদের উদ্বুদ্ধ করেছেন। এ ছাড়া বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছেন।
এ বিষয়ে চর শালিপুর পশ্চিমের বাসন্দা পিন্টু খান বলেন, তিনি গত বছর ৭ একর জমিতে ভুট্টা আবদ করেছিলেন এ বছর ১০ জমিতে ভুট্টার আবদ করেছেন।
চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর বেপারী বলেন, গত বছরের তুলনায় চরের কৃষকেরা এ বছর ভুট্টার আবাদের দিকে ঝুকেছে বেশি। ফলে অনেক অনাবাদী জমিও আবাদের আওতায় এসেছে।
কৃষি কর্মকর্তা বলেন, এ বছরে উপজেলায় মোট ৪৫৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ বিতরণ করা হয়েছে। যার মধ্যে ভুট্টা বীজ রয়েছে। এছাড়া সম্প্রতি মৌসুম শেষে বপন যোগ্য ভুট্টার বীজও বিতরণ করা হয়েছে।