চরভদ্রাসনে পিটিয়ে মেরে ফেলা হলো রাসেল ভাইপার

0

ফরিদপুরের চরভদ্রাসনে জনতার হাতে সাড়ে চার ফুট দৈর্ঘ্যের এক রাসেল ভাইপার সাপ মারা গেছে। বুধবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামে সাপটিকে মেরে ফেলা হয়।

স্থানীয়রা জানান, রাতে ওই গ্রামের শেখ লালুর পুত্র মজিবর বাড়ি ফিরছিলে। মাইনুদ্দিন প্রামানিকের বাড়ির সামনে আসার পর তিনি দেখতে পান পদ্মা নদীর পাশ থেকে রাসেল ভাইপার সাপটি রাস্তার উপর উঠে আশার চেষ্টা করছে। এসময় তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, বর্ষার সময়ে সাপের উপদ্রব একটু বৃদ্ধি পেয়ে থাকে। তবে সাপে দংশন করলে তিনি ওঝার কাছে না নিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন। চরভদ্রাসন হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনোম রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here