চরভদ্রাসনে নদী ভাঙনে ফসলি জমি বিলীন

0

ফরিদপুরের চরভদ্রাসনে তিন দিনের নদী ভাঙনে পাঁচ একর ফসলি জমি পদ্মা নদীগর্ভে বিলীন হয়েছে, ঝুঁকিতে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রাম হতে চর হরিরামপুরের সবুল্লা শিকদারের ডাঙ্গী গ্রাম পর্যন্ত এক হাজার মিটার জায়গা জুড়ে এই ভাঙন দেখা দিয়েছে। বুধবার সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এর তীব্রতা বেশি ছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এলাকাবাসী জানান, বর্ষার শুরুতেই এই এলাকায় ভাঙন শুরু হলেও গত তিন দিনে ভাঙনের তীব্রতা বেড়েছে।

টিলারচর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান বলেন, তীব্র স্রোতের কারণে সকালে ভাঙন দেখা দেয় এবং এতে প্রায় এক একর ফসলি জমি নদী গর্বে বিলীন হয়। তিন দিনে মোট পাঁচ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া টিলারচর স্কুল থেকে মাত্র ১০০ মিটার দূরে রয়েছে পদ্মা নদী। তিনি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ওই একই গ্রামের বাসিন্দা শেখ ফালু বলেন, তার দশ শতাংশ ধানি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। তিনি স্থানটিতে স্থায়ী বাধের দাবি জানান।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী মোর্শেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা,সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ভাঙন স্থল পরিদর্শন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here