ফরিদপুরের চরভদ্রাসনে ডেঙ্গু প্রতিরোধ ও বিস্তার রোধে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর একটার দিকে উপজেলা পরিষদের বিভিন্ন ড্রেন ও ভবনের পাশে কিটনাশক ছিটিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদ।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, উপজেলা প্রকৌশলী মো. জালালউদ্দীন খান, কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, ইউপি চেয়ারম্যান আজাদ খান, উপজেলা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান মোরাদ প্রমুখ।