ভোলার চরফ্যাশনে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। শনিবার ভোলার চরফ্যাশন দক্ষিণ আইচা সৌদি হাসপাতালের ইনডোরে শীতার্তদের মাঝে তিনি কন্বল বিতরণ করেন।
এছাড়া তিনি চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আব্দুর রব মিয়া ও চরমানিকা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা প্রয়াত শফিউল্লাহ হাওলাদারের স্মরণ সভায় উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন মো. জয়নাল আবেদীন আখন, সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোরশেদ, জামাল উদ্দিন, মনির আহম্মেদ শুভ্র মহাজন আবুল হাসেম মহাজন ও সাইদুর রহমান স্বপন প্রমুখ।