চমক নিয়ে ফিরছে সুইফট

0
চমক নিয়ে ফিরছে সুইফট

গায়ক ও গীতিকার টেইলর অ্যালিসন সুইফট বর্তমান সময়ে  সর্বোচ্চ আয়কারী লাইভ মিউজিক শিল্পী। ২০০৬ সালে তার প্রথম অ্যালবাম টেইলর সুইফট প্রকাশের মাধ্যমে তিনি একজন কান্ট্রি শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন।

পরবর্তীতে কান্ট্রি থেকে পপসংগীতের দিকে ঝুঁকে পড়েন। এরপর ২০০৮ সালের অ্যালবাম ফেয়ারলেস এবং ২০১৪ সালের ‘১৯৮৯’ অ্যালবামে স্পষ্ট। ‘ইরাস ট্যুর: দ্য অ্যান্ড অব অ্যান এরা’ হলো একটি ছয় পর্বের ডকুমেন্টারি সিরিজ, যা সংগীতশিল্পী টেইলর সুইফটের ‘ইরাস ট্যুর’র পেছনের দৃশ্য, ব্যক্তিগত মুহূর্ত এবং অন্যান্য শিল্পীর সঙ্গে বিশেষ পারফরম্যান্স তুলে ধরা হয়েছে। এতে ট্রাভিস কেলসি, সাবরিনা কারপেন্টার এবং অন্যান্য শিল্পীর সাক্ষাৎকারও রয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে তার নতুন টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় নতুন এ তথ্যচিত্র সিরিজ। তথ্যচিত্রটি তৈরি হয়েছে মূলত তার বহুল আলোচিত ইরাস ট্যুর কেন্দ্র করে। 

ডকুমেন্টারির টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় নতুন এ তথ্যচিত্র সিরিজ। তথ্যচিত্রটি তৈরি হয়েছে মূলত তার বহুল আলোচিত ইরাস ট্যুর কেন্দ্র করে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নতুন এ টিজার শেয়ার করে ৩৫ বছর বয়সি গ্র্যামিজয়ী শিল্পী ইরাস ট্যুরের কিছু অপ্রকাশিত ফুটেজও প্রকাশ করেছেন তিনি।

তথ্যচিত্রের নতুন টিজারে ভক্তদের উদ্দেশে সুইফট বলেন, অনেক সময় ধরে এই ট্যুরের শেষের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমরা, আর আজকে আমরা আপনাদের জন্য শেষ শো করতে যাচ্ছি। সবকিছুর জন্য কৃতজ্ঞতা। আমি কতটা রোমাঞ্চিত বোঝাতে পারব না।

জানা গেছে, এ তথ্যচিত্রে থাকবে অপ্রকাশিত বিভিন্ন ফুটেজ ও ট্যুরের কয়েকটি ম্যাশআপ গান। এ ছাড়া দীর্ঘ এই সংগীত সফরে মঞ্চের বাইরে সুইফটের দীর্ঘ প্রস্তুতির গল্পও থাকবে এ তথ্যচিত্রে। এই ট্যুরের সময়ই ট্র্যাভিস কেলসির প্রেমে পড়েছিলেন সুইফট; থাকবে তাদের সম্পর্কের গল্পও।

এ বিষয়ে সুইফট বলেন, একটা ট্যুরের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়। এটা আপনাকে শারীরিক ও মানসিক বড় চ্যালেঞ্জের মুখে ফেলে। দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে সফরের না–বলা অনেক গল্পই ভক্তরা জানতে পারবেন। আগামী ১২ ডিসেম্বর তথ্যচিত্রটির প্রথম দুই পর্ব ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পাবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here