‘চমকিলা’তে অভিনয়ে কেন রাজি হন পরিণীতি?

0

অভিনয়ের পাশাপাশি গান গাইতেও ভালবাসেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বড় পর্দায় গায়িকা হিসেবেও তিনি আত্মপ্রকাশ করেছেন অনেক আগে। ‘মেরি পেয়ারি বিন্দু’তে গান গেয়েছিলেন পরিণীতি।

এদিকে ইমতিয়াজ আলির পরবর্তী ছবি ‘চমকিলা’র শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। শুধু অভিনয় নয়, পরিণীতি নাকি এই ছবির অ্যালবামের জন্য গানও গেয়েছেন। 

জানা গেছে, ইমতিয়াজের পরিচালনায় এই ছবিতে পরিণীতি নাকি একাই প্রায় ১৫টির মতো গান গাইবেন। সে কারণেই নাকি ছবির প্রস্তাবে রাজি হয়েছিলেন। 

এ নিয়ে পরিণীতি বলেন, ‘এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলাম শুধুমাত্র গান গাইতে পারব ভেবে।’

অভিনেত্রী বলেন, ‘আমি একই সঙ্গে দুটো ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে চাই। তার জন্য পরিশ্রম করতে হবে প্রচুর। তবে আমার মনে হয়, আমি পারবো। আমি অতিরিক্ত কিছু ভাবতে চাই না। আমার পরিবার, বন্ধু, স্বামী, অভিনয় আর গান নিয়ে ভালো থাকতে চাই।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here