চতুর্থ সন্তানের মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’ হলিউড অভিনেত্রী অভিনেত্রী গ্যাল গ্যাডট। বুধবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হাসপাতাল থেকে নবজাতকের ছবি শেয়ার করেছেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। আর এতে ভক্তরা অবাক হয়েছেন। কেননা তারা জানতেন না যে তিনি গর্ভবতী ছিলেন।
২০০৮ সালে ব্যবসায়ী জেরন ভার্সানোকে বিয়ে করেন গ্যাল গ্যাডট। এর আগে তিন মেয়ে আলমা, মায়া ও ড্যানিয়েলার জনক-জননী ছিলেন তারা। এবার তাদের ঘর আলো করে এসেছে ওরি।