এবার মাঠের বাইরে সুসংবাদ পেলেন ফর্মের তুঙ্গে থাকা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। চতুর্থবারের মতো বাবা হয়েছেন ব্যালন ডি’অর জয়ী এই ফরাসি ফুটবলার।
গত বৃহস্পতিবার সন্তানের জন্ম দিয়েছেন বেনজেমার বর্তমান সঙ্গিনী জর্দান ওজুনা। এই তারকা দম্পতির এটাই প্রথম সন্তান।
এর আগে আরও তিনবার বাবা হয়েছেন বেনজেমা। প্রথম সঙ্গিনী ক্লোয়ে ডি লাউনির ঘরে তার মেলিয়া (৮) ও নুরি (৩) নামে দুই কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সঙ্গিনী কোরা গাউথিয়া জন্ম দেন পুত্রসন্তান ইব্রাহীমের (৫)। তবে লিঁওতে জন্মগ্রহণকারী আলজেরিয়ান বংশোদ্ভুত করিম বেনজেমা পরিবারকে সবসময় মিডিয়া থেকে দূরে রাখতেই পছন্দ করেন।
সূত্র : মার্কা।