বলিউড মেগাস্টার সালমান খান দুই বছর পর ঈদে সিনেমা নিয়ে এসেছেন। তার ‘সিকান্দার’ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। বক্স অফিসের রেকর্ড ভেঙেচুড়ে একাকার করে দেওয়ার অপেক্ষায় ছিল সালমান-ভক্তরা। তবে মুক্তির পর সেভাবে ধামাকা দিতে পারেনি ‘সিকান্দার’।
ঈদের সিনেমা হিসেবে বেশ সাদামাটা এক ওপেনিং দিয়ে যাত্রা শুরু করেছে সিকান্দার। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, প্রথম দিন বক্স অফিসে সিনেমাটি ২৬ কোটি টাকা আয় করেছে। আর দ্বিতীয় দিনে ‘সিকান্দার’ ২৯ কোটি টাকা তোলে ভারতীয় বক্স অফিসে। তৃতীয় দিন ১৯.৫০ কোটি টাকা আয় করেছে।
আর চতুর্থ দিন আয় নেমেছে একেবারে ৯ কোটিতে! ২ এপ্রিল অর্থাৎ চতুর্থ দিন সিকান্দার আয় করেছে মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা। যার ফলে চারদিনে ভারতীয় বক্স অফিসে সিকান্দারের আয় দাঁড়িয়েছে ৮৪ কোটি টাকা। বিশ্ববাপী ১০০ কোটি আয়ের ল্যান্ডমার্ক অতিক্রম করেছে এটি।
এদিকে ছন্দপতনের পাশাপাশি বক্স অফিসে সিকান্দার ভাঙতে পারেনি আগের কোনো রেকর্ড।
এ বছর ভিকি কৌশলের ‘ছাভা’ বা মোহনলালের ‘এল ২: এমপুরান’কে ছাপিয়ে গিয়ে বছরের সর্বোচ্চ ওপেনিং আয়ের রেকর্ড করতে পারেনি সিকান্দার। এ ছাড়া নিজের আগের সিনেমাগুলোর রেকর্ডও ভাঙতে পারেনি সালমান খান। যেখানে ঈদ মানেই সালমান তাণ্ডব বক্স অফিসে, সেখানে এবার সিকান্দারে নেই সেই আমেজ।