ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তাই আগামী ৯ মার্চ থেকে আহমেদাবাদে শুরু হতে যাওয়া শেষ টেস্টে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।
মায়ের অসুস্থতার কারণে দিল্লিতে দ্বিতীয় টেস্ট শেষে দেশে উড়ে যান কামিন্স। তিনি না থাকায় সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেন স্মিথ। তার নেতৃত্বে ইন্দোর টেস্ট ৯ উইকেটে জিতে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
কামিন্সকে নিয়ে দলের কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড জানান, এখনো বাড়িতে আছে কামিন্স এবং ভারতে থাকা দলের বাকিদের সাথে যোগাযোগ রাখছেন তিনি।