এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলীয় ৩৬ রানে নেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। সেখান থেকে নাজমুল হোসেন শান্ত আর তাওহিদ হৃদয় দলকে এগিয়ে নেন অনেকটা সময়। শান্ত তার ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিলেও বেশি দূর যেতে পারেনি হৃদয়। দাসুন শানাকার বলে এলবিডাব্লিউ হয়ে যান ৪১ বলে ২০ রান করা তাওহীদ হৃদয়।
পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের একাদশে ছিল বাঁহাতিদের দাপট। বাংলাদেশের প্রথম চার ব্যাটারই ছিল বাঁহাতি। এ নিয়ে মাত্র চতুর্থবারের মতো বাংলাদেশের ওয়ানডেতে ঘটল এমন ঘটনা। মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্তর পর সাকিব আল হাসান-শুরুতেই চার বাঁহাতি ব্যাটারকে নামায় বাংলাদেশ।
ওই বিশ্বকাপে ডাচদের বিপক্ষে প্রথম পাঁচ ব্যাটারই বাঁহাতি ছিল বাংলাদেশ। সেবার পাঁচে খেলেছিলেন সাকিব।
ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত এই দুই দল মুখোমুখি হয়েছে ৫১ বার। যেখানে অবশ্য জয়ের পাল্লাটা ভারী শ্রীলঙ্কার দিকেই।
৫১ দেখায় ৪০ ম্যাচে জয় পেয়েছে দ্বীপরাষ্ট্রটি। বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৯ ম্যাচে। আর দুইটি ম্যাচে ফলাফল আসেনি।