বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) চলতি আসরে চট্টগ্রাম রয়্যালস নতুন শক্তি নিয়ে মাঠে নামছে। ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার রসিংটন আঙুলের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তার বিকল্প হিসেবে পাকিস্তানের ওপেনার ও উইকেটরক্ষক মোহাম্মদ হারিস দলে যোগ দিতে পারেন।
চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলের দায়িত্ব গ্রহণ করেছে। টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পান হাবিবুল বাশার সুমন এবং প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান বাবুল। নতুন ম্যানেজমেন্টের অধীনে দলটি সিলেট পর্বে ৭ ম্যাচের ৫টিতেই জয় তুলে প্লে-অফ নিশ্চিত করেছে।
রসিংটনের বিকল্প হিসেবে শুরুতে ফিল সল্ট ও অ্যাডাম লাথামের সঙ্গে আলোচনা করা হলেও তাদের পাওয়া যাচ্ছিল না। বর্তমানে মোহাম্মদ হারিসের সঙ্গে কথা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন হাবিবুল বাশার।

