চট্টগ্রাম বন্দরে ফাইভ-জি নেটওয়ার্কের উদ্বোধন

0
চট্টগ্রাম বন্দরে ফাইভ-জি নেটওয়ার্কের উদ্বোধন

চট্টগ্রাম বন্দরের ডিজিটাল কার্যক্রম আরও গতিশীল, নিরাপদ ও কার্যকর করার উদ্দেশ্যে এক্সেনটেক পিএলসি কর্তৃক স্থাপিত সর্বাধুনিক ফাইভ-জি নেটওয়ার্কের উদ্বোধন করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নেটওয়ার্কের উদ্বোধন করেন।

এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বন্দর-ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন মাইলফলক অর্জিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক, সিস্টেম এনালিস্ট একরাম চৌধুরী ও সচিব মোহাম্মদ আজিজুল মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং এক্সেনটেক পিএলসি’র সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আদিল হোসেন নোবেল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ মতামত ব্যক্ত করেন যে, এই ফাইভ-জি নেটওয়ার্ক চালু হওয়ায় বন্দরের স্বয়ংক্রিয় ব্যবস্থা, তথ্য আদান-প্রদান, নিরাপত্তা পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ স্মার্ট পোর্ট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ফাইভ-জি নেটওয়ার্ক চালুর মাধ্যমে বন্দর ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সক্ষমতা আরও অনেক বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা প্রদানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here