দর্শক খরায় ভুগছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান টেস্ট সিরিজ। মাঠে দর্শকের উপস্থিতি বাড়াতে এবার উদ্যোগ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে চট্টগ্রামের মাঠে স্কুল শিক্ষার্থীদের জন্য খেলা দেখার সুযোগ রাখা হয়েছে একেবারে ফ্রিতে।
সোমবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিসিবি। তারা জানায়, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে স্কুল শিক্ষার্থীদের জন্য চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।
তবে এ সুযোগ নিতে শিক্ষার্থীদের মানতে হবে কিছু শর্ত। স্টেডিয়ামে প্রবেশের সময় অবশ্যই ইউনিফর্ম পরে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড।
এর আগে সিলেট টেস্টেও দর্শকের তেমন উপস্থিতি দেখা যায়নি। এমনকি পুরো চারদিনের ম্যাচেও গ্যালারি ছিল প্রায় ফাঁকা। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেও, যেখানে জিম্বাবুয়ে ৯ উইকেটে ২২৭ রান করে দিন শেষ করে।