চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ ঘরে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ৪টি বিদেশি শট গান, ২টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড এমোনিশন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার বেঙ্গুরা এলাকা থেকে আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেলের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ চেয়ারম্যান বাড়ির সালাহউদ্দিন রুমি (৫১) ও তার ভাই সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)।
ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল বলেন, ‘সন্ত্রাসী সালাহউদ্দিন রুমির অস্ত্র মামলাসহ মোট ৬টি মামলা ও সাইফুল ইসলাম বাপ্পির অস্ত্র মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। এই সন্ত্রাসীরা বিগত নির্বাচনসহ বিভিন্ন সময়ে অস্ত্রচালনা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া এই সন্ত্রাসীরা নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করত ও বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসীদলের কাছে অস্ত্র বেচাকেনার ব্যবসা করে আসছিল।’
তিনি আরও বলেন, ‘আসন্ন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই সন্ত্রাসীদের গ্রেপ্তার একটি বড় সহায়ক হিসেবে কাজ করবে। সেনা অভিযানে সেনাসদস্যরা অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে সন্ত্রাসীদের আস্তানায় অপারেশন পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সেনা সদস্যদের তৎপরতায় ও চতুর্মুখী আক্রমণের ফলে সন্ত্রাসীরা পালিয়ে যেতে ব্যর্থ হয়। সন্ত্রাসীদের সাথে একটি বিদেশি পিস্তল ও এমোনিশন পাওয়া যায়। এছাড়াও সন্ত্রাসীরা পরিত্যক্ত বাড়ির সিলিংয়ে, আলমিরার গোপন বাক্সে, গোয়ালঘরের খড়কুটোর নিচে ও নির্মাণাধীন বিল্ডিংয়ের বালির নিচে ৪ টি ভিন্ন স্থানে তাদের অস্ত্র, এমোনিশন ও অস্ত্র তৈরির উপকরণসমূহ লুকিয়ে রেখেছিল।’
সেনাসদস্যদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের মাধ্যমে গোপন স্থানগুলো থেকে লুকিয়ে রাখা অস্ত্র, এমোনিশন ও অস্ত্র তৈরির উপকরণসমূহ উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে বোয়ালখালী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়।

