চট্টগ্রামে লিম্ফোমা রোগীর সফল বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সম্পন্ন

0

বন্দর নগরী চট্টগ্রামে সফলভাবে অটোলোগাস স্টেম সেল প্রতিস্থাপন সম্পন্ন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। 

৪৯ বছর বয়সী ‘টি সেল লিম্ফোমা’ (পিটিসিএল) আক্রান্ত একজন পুরুষ রোগীর দেহে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) করেন ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ ও তার দল। এই প্রক্রিয়া সম্পন্ন হতে রোগীকে ১২ দিন হসপিটালে ভর্তি থাকতে হয়। বর্তমানে রোগী সুস্থ আছেন এবং তিনি ও তার পরিবার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর হেমাটোলজি ও বিএমটি সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, “লিম্ফোমা একটি কমন ব্লাড ক্যান্সার যেখানে শতকরা ৪০ জন রোগীর ক্ষেত্রে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয়ে থাকে। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট গত জানুয়ারি মাস হতে চালু হয়েছে। ক্যান্সার চিকিৎসায় স্টেম সেল প্রতিস্থাপন একটি যুগান্তকারী প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় রোগীর দেহ থেকে স্টেম সেল সংগ্রহ করে হাই-ডোজে কেমোথেরাপি প্রদান করা হয় এবং পরবর্তীতে সংগৃহীত স্টেম সেলগুলো পুনঃস্থাপন করা হয়। খুব দ্রুতই চট্টগ্রামে এলোজেনিক বিএমটি শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here