এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে কেজিতে ৩০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। ২৬০ টাকা থেকে এ সপ্তাহে ব্রয়লার মুরগির প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। অপরিবর্তিত রয়েছে সোনালি ও লেয়ার মুরগির দাম। তবে গ্রীষ্মকালীন সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। স্বস্তি ফিরছে না মাছের বাজারেও।
নগরের চকবাজার ঘুরে দেখা যায়, ফুলকপি, বেগুন ও শিম এখনো বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে। এছাড়া বারোমাসি সবজির মধ্যে বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৯০ টাকায়, করল্লা ৯০-১০০ টাকায়, লতি ৬০ টাকায়, চিচিঙ্গা ৬০-৭০ টাকায় এবং ঝিঙা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। শীতকালীন সবজির মধ্যে শসা বিক্রি হচ্ছে ৪০ টাকায়, গাজর ৩০-৪০ টাকায়, বাঁধাকপি ৩০ টাকায়, মুলা ৪০ টাকায়, টমেটো ২০ টাকায়, আলু ২০ টাকায় এবং কাঁচামরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১৮৫ টাকায়। চলতি সপ্তাহে দাম কমেছে পেঁয়াজ, রসুন এবং আদারও। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ১৪০ টাকায় এবং আমদানি করা আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। এছাড়া সপ্তাহের ব্যবধানে ৫ টাকা কমে সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৫ টাকায় এবং সয়াবিন তেলের পলিব্যাগ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।