চট্টগ্রামে ‘মাইক্লো বাংলাদেশ’র যাত্রা শুরু

0

জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড ‘মাইক্লো’। গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ও পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘মাইক্লো বাংলাদেশ’।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বন্দর নগরী চট্টগ্রামের পশ্চিম নাসিরাবাদের সানমার ওশান সিটিতে মাইক্লো বাংলাদেশের ১৫তম আউটলেট উদ্বোধন করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

তিনি বলেন, ‘মাইক্লো বাংলাদেশের বাজারের জন্য রুচিশীল ও মানসম্মত পোশাক তৈরি করছে। এই ধারাবাহিকতা রক্ষায় তারা প্রতিশ্রুতি বদ্ধ। ভবিষ্যতেও তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।’ 

অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, ‘মাইক্লোর তৈরি পোশাক মানসম্মত ও বেশ সাশ্রয়ী। আশা করি, তারা ভবিষ্যতেও কোয়ালিটির সাথে আপোষ করবে না। মাইক্লোর জন্য সবসময় শুভ কামনা।’

অনুষ্ঠানে উপস্থিত মাইক্লোর ক্রিয়েটিভ ডিজাইন ইনোভেশন অ্যান্ড মার্কেটিং পরিচালক বাবু আরিফ বলেন, ‘মাইক্লো জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত একটি পোশাকের ব্র্যান্ড যা টেকসই ও সর্বোচ্চ গুণগত মানের নিশ্চয়তা দেয়। বাংলাদেশে বহুল প্রত্যাশিত পোশাক ব্র্যান্ড মাইক্লোর চট্রগ্রাম শাখার উদ্বোধন উদযাপনের আমরা একত্রিত হয়েছি এবং এ উদযাপনের অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। চট্টগ্রামে এটি আমাদের প্রথম স্টোর। খুব শীঘ্রই আমাদের বিভিন্ন লোকেশনে আরও কয়েকটি স্টোর চালুর পরিকল্পনা আছে। আমি বিশ্বাস করি দাম, মান ও চাহিদা বিবেচনায় দৈনন্দিন জীবনে সর্বসাধারণের পোশাকের প্রিয় ব্র্যান্ডই নয় বরং ফ্যাশনে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here