চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার একটি বিমান থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ।
আজ রবিবার রাত ৯টার দিকে বিমান সংস্থাটির জি-৯৫২২ ফ্লাইটের একটি খালি আসন থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বারের ওজন ১ কেজি ৩৯২ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য এক কোটি ৩০ লাখ টাকা।