চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের সৈয়দ-সৈয়দা স্কুল এলাকায় রাস্তা পারাপারের সময় জাহানারা বেগম (৩৮) নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি পৌরসভার রাঙামাটিয়ার জাগির হোসেনের স্ত্রী। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সিএনজি চালক মানিক জানান, চট্টগ্রামগামী একটি বাস ওই নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে নিহত নারীর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ওই নারীর সঙ্গে থাকা মোবাইল ফোনে তার আত্মীয়দের সাথে যোগাযোগ করে ঘটনাটি জানানো হয়েছে।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে বাসটি আটক করে। চালক বাস রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।