চট্টগ্রাম স্টেডিয়ামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৭ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দল। ওপেনার আদৃত ঘোষের স্মরণীয় সেঞ্চুরিতে স্বাগতিকরা ৭৮ রানের বড় ব্যবধানে জিতে তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করেন ওপেনার আদৃত ঘোষ। ১৩৮ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন তিনি। ইনিংসটিতে ছিল দারুণ শটের সমাহার, যা তাকে এনে দেয় ম্যাচসেরার পুরস্কার।
আদৃতের পাশাপাশি নাঈম (৩২), আকাশ (৩৯) ও সৌরভ (৩২) মূল্যবান রান যোগ করেন। শ্রীলঙ্কার পক্ষে হিমারু নেন সর্বোচ্চ ২ উইকেট।
২৭২ রানের লক্ষ্য তাড়ায় নেমে পুরো ৫০ ওভার ব্যাট করলেও কখনো ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি লঙ্কান যুব দল। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা ৭ উইকেট হারিয়ে থামে ১৯৩ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রানে অপরাজিত থাকেন ফার্নান্দো, তবে তার ইনিংস পরাজয় ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না।
বাংলাদেশের হয়ে আকাশ রায়, আকাশ, মাহিনুজ্জামান মহাবীর, ফাইয়াজ আরিব, জারিফ সিয়াম, মোহাম্মদ ইফতেখার ও রাকিবুল হোসেন প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে আগামী ৯ ডিসেম্বর, আর সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর।

