রেলের ঈদযাত্রার প্রথম দিন আগামীকাল সোমবারের ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের বাতিল করা হয়েছে। রবিবার রাত ১০টায় রেলওয়ে মহাপরিচালক কামরুল আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ট্রেনটি উদ্ধার করে রাতের মধ্যে ঠিক করা সম্ভব হবে না। তাই আগামীকালকে এই ট্রেনে যাত্রা বাতিল করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনটি আগামী বুধবার চালানো হবে।