২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাওয়া’ সিনেমাতে একটি গান ব্যাপক জনপ্রিয়টা পায়। হাশিম মাহমুদের লেখা ও সুরে ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের এই গানে কণ্ঠ দেন এরফান মৃধা শিবলু। সিনেমার গানের দৃশ্যে অনেকের সঙ্গে দেখা দিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরীও। দুই বছর পর আবারও হাশিম মাহমুদের গানে পাওয়া গেলো চঞ্চলকে। তবে এবার শুধু অভিনয়ই নয়, গেয়েছেন অভিনেতা নিজেই।
হাশিম মাহমুদের লেখা-সুরের এবারের গানের শিরোনাম ‘বাজি’। গানের কথাগুলো যেভাবে সাজানো-‘গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী/ তরী যদি বাইতে পারি, সাদা পাল উড়াইতে পারি, ভ্রমর কালো নদী/ নদীতে তুফান উঠিলে, পানি যদি না সেচিলে, অঘটনেও রাজি/ তোমায় আমি পাইতে পারি বাজি।’
‘বাজি’ গানটি এর আগেও বিভিন্ন শিল্পী গেয়েছেন। চঞ্চলও তার ভালোলাগা থেকে গাইলেন। নতুন করে এর সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। ভিডিও ধারণ করেছেন তাহসিন। গানটির স্রষ্টা হাশিম মাহমুদকে নিয়ে চঞ্চল চৌধুরী বললেন, হাশিম মাহমুদের গান ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। ‘সাদা সাদা কালা কালা’ কিংবা ‘ফুল ফুটেছে গন্ধে সারা মন’ এসব গানের স্রষ্টা তিনি।