চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

0

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার দক্ষিণে চকরিয়ার ইসলামনগরে চট্টগ্রামগামী দূরপাল্লার যাত্রীবাহী বাস এবং সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির যাত্রী ও চালকসহ ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। এসময় সিএনজি ভিতরে থাকা একটি ছাগলও মারা গেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এঘটনা ঘটেছে । চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন লাশ উদ্ধার করে ।

চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা হলেন, চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক পাড়ার মনোর আলমের পুত্র শহীদুল ইসলাম সোহেল। একই এলাকার মাওলানা কামাল হোসেনের পুত্র মোহাম্মদ নুরুল্লাহ বলে জানাযায়। এঘটনায় সিএনজিতে থাকা একটি ছাগলও ঘটনাস্থলে মারা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here