চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

0

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা মেধাকচ্ছপিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ৭০ বছর বয়সী এক বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শুক্রবার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ওসি মাকসুদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অজ্ঞাত এক বৃদ্ধ সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশের সদস্যরা আহত ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালের দিকে তিনি মারা যান। আহত ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি এলাকার বাসিন্দা। তিনি তিনবারের ইউপি মেম্বার ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় সনাক্ত হওয়ার পর কক্সবাজার সদর হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here