কক্সবাজারের চকরিয়ায় ১২ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে বদরখালী ইউনিয়নের ফেরিঘাট পানি উন্নয়ন রোর্ডের স্লুইসগেট এলাকায় স্থানীয় লোকজন এক শিশুর লাশ ভাসতে দেখে। পরে থানা পুলিশেকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পরিচয় না মিললে ময়নাতদন্তের পর কক্সবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।