চকরিয়ায় নারীসহ চার মাদক কারবারি আটক

0

কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারীসহ চার মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার হারবাং ও দুপুরে মহাসড়কের ডুলাহাজারা বনবিভাগের চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে হারবাং পুলিশ ফাঁড়ির সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অটোরিকশার তল্লাশি চালিয়ে মমতাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির হাতে থাকা পলিথিনের শপিং ব্যাগে মোড়ানো ১৯টি প্যাকেট থেকে ৩ হাজার ৮ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। মমতাজ হারবাং ইউনিয়নের জমিদার পাড়ার শফিউল ইসলামের ছেলে। 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, আটক চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here