চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামী ফারুককে কৈয়ারবিল এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। সে বদরখালীর ইউনিয়নের টুটিয়াপাড়ার গিয়াস উদ্দিনের পুত্র।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জানান, ৫ জানুয়ারি রাতে চকরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রীজ সংলগ্ন প্যারাবনে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। ওই দিন রাত ১০টার দিকে চট্টগ্রামের বাঁশখালী থেকে মহেশখালীর নিজ বাড়িতে ফেরার পথে কয়েকজন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে বদরখালী-মহেশখালী ব্রীজ সংলগ্ন প্যারাবনে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
বৃহস্পতিবার ভোরে র্যাব-১৫ একটি দল চকরিয়া কৈয়ারবিল এলাকায় অভিযান চালিয়ে ওই ধর্ষণ মামলার ৬ নম্বর আসামী মোঃ ফারুক (২৭) গ্রেপ্তার করে।