কক্সবাজারের চকরিয়ায় দেশীয় তৈরি লম্বা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ নেজাম উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। নেজাম উদ্দিন ওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড ভিলেজার পাড়ার আবুল খায়েরের ছেলে।