চকরিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

0

কক্সবাজারের চকরিয়া-মহেশখালী আঞ্চলিক মহাসড়কে ডাম্পার ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. জাবেদ সিকদার (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে আঞ্চলিক মহাসড়কের ইলিশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় সিএনজি অটোরিকশার চালকসহ দুইজন গুরুতর আহত হয়। 

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জাবেদ সিকদার মহেশখালী উপজেলার গোরকঘাটা ইউনিয়নের সিকদার পাড়ার মো. ইসহাক সিকদারের ছেলে ও পৌরসভার মেয়র মাকসুদ মিয়ার ভাগিনা। আহত দুইজনের নাম ঠিকানা পাওয়া যায়নি। 

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here