কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার আবুল হাশেশ (৫২) নামে ১ যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে চিরিঙ্গা-মানিকপুর সড়কের নাকাটা ঝিরি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হাশেম মানিকপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের গুরা মিয়ার ছেলে। আহত তিনজনও একই এলাকার বাসিন্দা নিহত আবুল হাশেমের স্ত্রী ছৈয়দা খাতুন (৪৫), অমল বড়ুয়া (৫০) ও কাজল বড়ুয়া (৩৮)। আহতদের মধ্যে অমল বড়ুয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।