চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাকচাপায় মো. রিদুয়ান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে মহাসড়কের ফাঁশিয়াখালী হক স্কয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিদুয়ান পার্বত্য লামা উপজেলার ৩ নম্বর ফাঁশিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকার মো. মহিউদ্দিন এর ছেলে।
মারুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মাকসুদ আহমদ বলেন, মোটরসাইকলে যোগে চকরিয়া থেকে বাড়ি ফিরছিলেন রিদুয়ান। রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের ফাঁশিয়াখালী হক স্কয়ার এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় রিদুয়ান।