চকরিয়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

0

কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক কিশোরীকে (১৩) দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার (০৫ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের বেড়িবাঁধের প্যারাবনে এ ঘটনা ঘটে।

ওই কিশোরীর পরিবারের সদস্যরা জানান, বাঁশখালী আত্মীয়ের বাড়ি থেকে বেড়িয়ে মহেশখালীতে বাড়িতে যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়েছে বলে বদরখালী সেতুর ওপর অটোরিকশা চালক তাকে নামিয়ে দেন। এরপর কিশোরী পায়ে হেঁটে সেতু পার হচ্ছিল। এসময় দুইজন যুবক তার গতি রোধ কর। পরে আরেকজন যুবক এসে ছুরি ধরে ভয় দেখিয়ে তার মুখ চেপে ধরে বেড়িবাঁধের প্যারাবনের ভেতরে নিয়ে যায়। সেখানে চার থেকে আটজন মিলে তাকে ধর্ষণ করে। এরপর কিশোরী পাশের সড়কে উঠে চিৎকার দিয়ে লোক জড়ো করে। পরে স্থানীয় লোকজন তাকে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারকে নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। কিশোরীকে বদরখালী জেনারেল হাসপাতাল থেকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। কিছু আলামত পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। ধর্ষকদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here