সুনামগঞ্জে ঘোড়ার লাথি মারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। সোমবার রাত ১২ টায় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের আশিক আলীর পক্ষ এবং শের আলীর পক্ষের লোকজনের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, থলেরবন্দ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ (২২) ও একই গ্রামের মৃত নইমুল্লার ছেলে আব্দুল আউয়াল (৫৫)।
এদিকে, মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে অপর আহত আব্দুল আউয়ালের মৃত্যু হয়।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃংখলা পরিস্থতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশের ময়না তদন্তের শেষে দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।