ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

0
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বুলাকীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. সাদুল ইসলাম (৫০) নিহত হয়েছেন।

নিহত মো. সাদুল ইসলাম ঘোড়াঘাটের বুলাকিপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। সোমবার সকাল ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের হরিপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিএনপি নেতা শাহাদুল ইসলাম হরিপাড়া উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় দিনাজপুরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি মিনি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক জানান, কুরিয়ার সার্ভিসের ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক, এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here