ঘোড়াঘাটে গাঁজা চাষিসহ ৪ জন গ্রেফতার

0

দিনাজপুরের ঘোড়াঘাটে গাঁজা গাছের নিচে বসে গাঁজা সেবন করার সময় গাঁজা চাষিসহ চারজনকে আটক করেছে পুলিশ। নিজ বাড়ির পাশে বাঁশের চাটাই দিয়ে ঘিরে লাগানো হয় গাঁজার গাছ। সেই গাছ থেকে গাঁজার পাতা সংগ্রহ করে এবং তা রোদে শুকিয়ে বিক্রি করতেন স্থানীয় মাদকসেবীদের কাছে। রাতে এ সময় গাঁজা চাষি শ্রী বীরবলসহ আরো তিন গাঁজাসেবীকে আটক করে ঘোড়াঘাট পুলিশ।
এ সময় প্রায় ১১ ফিট উচ্চতার একটি গাঁজার গাছ জব্দ করা হয়। কচি পাতা ও ডালপালাসহ গাছটির ওজন ১৩ কেজি। এছাড়াও তাদের কাছে ৭০ গ্রাম শুকনো গাঁজা এবং গাঁজা কাটার লোহার বাটাল ও কাঠের টুকরো জব্দ করে পুলিশ। জব্দকৃত কাঁচা গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে পুলিশের দাবি। 

শনিবার দিবাগত রাত ১০টায় ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপির গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 
আটককৃতরা হলেন ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপির গোবিন্দপুর গ্রামের শ্রী ভেলুরামের ছেলে বীরবল (৪০), শ্রী মনিন্দের ছেলে সত্যজিৎ (৩০), সাতপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে শাহ আলম (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সুলতানপুর গ্রামের মৃত পুলিন চন্দ্র দাসের ছেলে উপেন দাস (৫৫)। এদের মধ্যে গ্রেফতার বীরবল গাঁজা চাষি এবং অপর তিনজন গাঁজাসেবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here