বাগেরহাটের মোরেলগঞ্জে ১৬০ বিঘা জমির একটি মৎস্য ঘের বহিরাগতদের হাত থেকে দখলমুক্ত ও প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরকারি খাল অবমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দক্ষিণ জিউধরা গ্রামের আলীর বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগীরা অংশগ্রহণ করেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ভুক্তভোগী জমির মালিক আসাদুজ্জামান মৃধা, মাস্টার আব্দুস ছোবাহান হাওলাদার, ইউনুছ আলী খোকন, জালাল হাওলাদার, সোহরায় হোসেন মৃধা, জাহাঙ্গীর মল্লিক, মজিবর হাওলাদার, পারভীন বেগম, শাহিনুর বেগম ও মর্জিনা বেগম। তারা বলেন, বহিরাগত প্রভাবশালী ইমরান খানের নেতৃত্বে একটি বাহিনী অবৈধভাবে ১৬০ বিঘা জমির একটি মৎস্য ঘের দখল করেছে।
এ বিষয়ে জিউধরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক ইমরান খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলন, ঘেরটিতে তাদের নিজেদের ৪০ বিঘা ও হাড়ির টাকা দিয়ে আরও ১০০ বিঘা জমি তিনি লিখিতভাবে চুক্তি করে নিয়েছেন। অবৈধভাবে কিছু করা হয়নি।