আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রবিবার দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মোখা’র। ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি নিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলার ৯টি উপজেলায় দূর্যোগ প্রস্তুতি কমিটির সভা হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সভাপতিত্বে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।